শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ধস আতঙ্ক নিয়েই পাহাড়ে বসবাস, ঝুঁকিপূর্ণদের সরাতে মাইকিং

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ২ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৩৯, ২ জুলাই ২০২৪

ধস আতঙ্ক নিয়েই পাহাড়ে বসবাস, ঝুঁকিপূর্ণদের সরাতে মাইকিং

ছবি: ইন্টারনেট

বৃষ্টিতে পাহাড়ী জেলা বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা।

যেকোন সময় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। শহরের বালাঘাটা কালাঘাটা ইসলামপুর হাফেজঘোনা বনরুপা পাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ তাই আতঙ্কে দিন কাটাচ্ছে। এদিকে, পাহাড়ে ঝুকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করছে প্রশাসন।

ঝুঁকিপূর্ণ বাসিন্দারা যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে সেজন্য জেলার ৭ উপজেলায় ২১৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় সাঙ্গু নদীতে পানি কমতে শুরু করেছে। স্বাভাবিক রয়েছে জেলার অভ্যন্তরিত সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

উল্লেখ্য, গত ২৯ শে জুন নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়