রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুনামগঞ্জে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৫ জুন ২০২৪

সুনামগঞ্জে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি

ছবি: ইন্টারনেট

সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে রাস্তাঘাট ঘরবাড়ির ক্ষয়ক্ষতির চিহ্ন। ইতিমধ্যে কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণ ভারতের মেঘালয় হতে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি বন্যায় সুনামগঞ্জে বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক হচ্ছে না যোগাযোগ ব্যবস্থা। নদী ঢলের প্রবল শ্রোতে ভেঙ্গে গিয়েছে নতুন সড়কও। এরই মধ্যে বন্যায় জেলায় প্রায় ২৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ভেঙ্গে যাওয়ায় বেশকিছু গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়কে ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা।

যার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ১৪০ কিলোমিটার এবং সড়ক জনপথের আওতাধীন ১৫০ কিলোমিটার সড়ক রয়েছে। সড়ক মেরামতে দুই দপ্তরের প্রয়োজন প্রায় সাড়ে তিনশো কোটি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে ফুট উঠেছে এই ক্ষয়ক্ষতির চিত্র। 

পানির শ্রোতে ভেঙ্গে গিয়েছে ধারারগাঁও এলাকায় সুরমা নদীর তীরের নতুন সড়কও। এছাড়া জেলার গ্রামীণ সড়কে পানি উঠে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কে যাতায়াত করতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত সবগুলো সড়ক দ্রুত সংস্কার মেরামত করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসির।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়