ছবি সংগৃহীত
বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যেতে শুরু করেছে উঁচু এলাকা থেকে। তবে এখনো প্লাবিত নিন্মাঞ্চল। আজ শনিবার (২২ জুন) সকালে দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১ হাজার ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ২৫ হাজার পরিবার।
সুনামগঞ্জে ১৬ই জুন থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অসংখ্য ঘরবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। প্রথম দিকে সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আক্রান্ত হলেও পরে জেলার দিরাই-শাল্লাসহ সব উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে আছে মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে তেমন বৃষ্টি হয়নি। এ সময় উজানের পাহাড়ি ঢল নেমেছে কম। তাই নদীর পানি কমেছে।
পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন তিনি।