উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ-এর একাংশ
সিলেট ভারতীয় সহকারী হাইকমিশন ও ছাতক মদন মোহন বিদ্যাপীঠের উদ্যোগে ছাতক-দোয়ারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মে) বিকেলে ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামে প্রতিষ্ঠিত মদন মোহন বিদ্যাপীঠে এর আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুখ্য অতিথির বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট অঞ্চল) চন্দন শেখর।
এসময় তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক সবসময় অটুট থাকবে। এই দুই দেশ অকৃত্রিম বন্ধু।
সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভারতের অকৃত্রিম অবদানের কথা কখনো ভুলার নয়। ভৌগোলিক সীমারেখায় পৃথক ভূখণ্ড হলেও ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন দিকে ভারত-বাংলাদেশের মিলও রয়েছে উল্লেখ করার মতো। বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে সব সময়ই পাশে চায় বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্য দেন রনজিত চন্দ্র সরকার এমপি, ভারতীয় হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার।
অনুষ্ঠানে মদন মোহন বিদ্যাপীঠের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার বলেন, আপনারা যারা দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছেন আপনাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধাজ্ঞাপন করছি।
এখানে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জের ছাতক-দোয়ারা বাজার এলাকায় সংগঠিত মুক্তিযুদ্ধে আপনাদের অসমান্য অবদান এ জাতি কৃতজ্ঞচিত্তে মনে রাখবে। পুরো বাংলাদেশ তথা ভারত ঘেঁষা এ অঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধে ভারতের অতুলনীয় সাহায্য সহযোগীতা পেয়েছে। এ সময় মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও স্মরণ করেন প্রদ্যৎ কুমার। বক্তব্যে তিনি ভারত সহকারী হাই কমিশন ও ছাতক মদন মোহন বিদ্যাপীঠের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার এ প্রয়াস কে সাধুবাদ জানান।
এ ছাড়া আরও বক্তব্য দেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তিররাই গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র দাস, সদস্য কেশব রঞ্জন দাস প্রমুখ।