শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজীপুরে পিকআপচাপায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে পিকআপচাপায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত

ছবি: ইন্টারনেট

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপভ্যানের চাপায় জেলা ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহত টিএসআই জামাল উদ্দিন (৫৬) টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। সে জেলা টাফিক পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় জামাল অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর কার্যালয়ের সামনে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিলেন। পরে পিছন থেকে আসা আরও একটি মাছের পিকআপভ্যান থামানোর চেষ্টা করলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে ওই পুলিশ কর্মকর্তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা উদ্ধার করে ঢাকা এনাম মেডিকেল কলেজে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিকআপ চালককে আটক করা হয়েছে।

উল্লেখ্য, কিলোমিটার সড়কের মধ্যে এরকম আরও পাঁচটি ট্রাফিক পুলিশের চেকপোস্ট রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়