বক্তব্য রাখছেন প্রদ্যুৎ কুমার তালুকদার
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা গণমিলনায়তনে প্রেস ক্লাবের এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সমাজসেবক প্রদ্যুৎ কুমার তালুকদার, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব,, দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক চৌধুরী এস এইচ শাহরিয়ার (বিপ্লব), বিটিভির সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমেদ মুক্তা, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ,, বাংলা টিভির উপস্থাপক অ্যাড. সুব্রত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আরটিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শামস শামীম, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, প্রেসক্লাবের সহসভাপতি রথীন্দ্র সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, দিারাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার বাপ্পা মৈত্র, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।