ছবি সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ সহোদর ভাইসহ নিহত হয়েছেন ৩ জন। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের বড় পোল টুহোরম্বি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আরাফাত হোসেন শুভ, তার ভাই মোহাম্মদ হৃদয় ও চাচাতো ভাই মো. জাহেদ।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন তিন ভাই। উপজেলার ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হৃদয় ও জাহেদের। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অবহিত করেনি।