বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দিরাইয়ের হতদরিদ্র পরিবারের পাশে প্রদ্যুৎ কুমার তালুকদার

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৯:২১, ১৬ আগস্ট ২০২৩

দিরাইয়ের হতদরিদ্র পরিবারের পাশে প্রদ্যুৎ কুমার তালুকদার

সায়েদ নূরের পরিবারের সাথে প্রদ্যুৎ কুমার তালুকদার

যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে। হাওরাঞ্চলে বেড়ে ওঠা প্রদ্যুৎ কুমার তালুকদার সেই দৃষ্টান্ত ফের দেখালেন। বিশিষ্ট শিল্পপতি প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠা হিসেবে যতটা না পরিচিত তার চেয়ে অধিক পরিচিত তার মানবতায় অবদানের জন্য।

হাওরের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রাক-প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন দুর্যোগে সুনামগঞ্জের দিরাই-শাল্লা এলাকায় যে মানুষ সবার আগে এগিয়ে যান তিনি আর কেউ নন, তিনি প্রদ্যুৎ কুমার।

মোড়ল বাড়ির সন্তান প্রদ্যুৎ কুমার সর্বদাই স্বপ্ন দেখেন হাওরের মানুষের জীবনমান উন্নয়নের। তাইতো নিজের গড়া শিল্প প্রতিষ্ঠানে ব্যস্ত সময় কাটিয়েও ছুটে চলে যান সরল, সাধারণ মানুষ গুলোর কাছে।

এবার তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সায়েদ নূরের পরিবারের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন।

সায়েদ নূরের বিয়ে উপযুক্ত মেয়ের বিয়ের সকল দায়িত্ব ভার নিজে গ্রহণ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাটিপাড়ার এরশাদ মিয়া সায়েদ নূরের মেয়ের খবরটি জানান। যার ফলশ্রুতিতে তিনি সেই বাবা হারা মেয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। অর্থাভাবে বিয়ের অনিশ্চিয়তায় ভোগা পরিবারকে আশ্বস্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়