বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশিত: ১৯:৫৬, ১ জুন ২০২২

নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে সাইমুন ইসলাম (৩০ মাস) ও ফারজানা আক্তার রাইছা (১৮ মাস) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেলে উপজেলার নরোত্তরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো পদুয়া গ্রামের এবায়েদ উল্যার ছেলে সাইমুন ইসলাম ও এমদাদুল হক সোহেলের মেয়ে ফারজানা আক্তার রাইছা। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। রাইছা মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

নরোত্তরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ বলেন, বুধবার বিকেলের দিকে দুই শিশু একসঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তারা ডুবে মারা যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়