বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শাহ আমানতে তিন কোটি টাকার সোনা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১ জুন ২০২২

শাহ আমানতে তিন কোটি টাকার সোনা উদ্ধার 

ছবি সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাইফুল ইসলাম নামে এক যাত্রীর কাছে থেকে প্রায় ৪কেজি সোনা (৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন) জব্দ করা হয়েছে। এ সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকার বেশি।

বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।


তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঐ ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এ সময় সোনাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়