
ছবি সংগৃহীত
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের
৬জন নিহত। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।
বুধবার (১ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬০ বছর বয়সী মশিরন বিবি, ৪০ বছরের মরিয়ম, ছয় বছরের ইউসুফ, ৯ বছরের নয়ন, ২০ বছরের শিলা, ৪০ বছরের মর্জিনা ও অটোচালক ৩৫ বছরের মো. নাসির।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নেই। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।