বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ১ জুন ২০২২

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

ছবি সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের

৬জন নিহত। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।

বুধবার (১ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬০ বছর বয়সী মশিরন বিবি, ৪০ বছরের মরিয়ম, ছয় বছরের ইউসুফ, বছরের নয়ন, ২০ বছরের শিলা, ৪০ বছরের মর্জিনা অটোচালক ৩৫ বছরের মো. নাসির।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনায় একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলে চালক তার সহযোগী পালিয়ে গেছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নেই। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়