শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোবাইল কানে ট্রেনে কাটা

প্রকাশিত: ০৯:১৭, ১৭ অক্টোবর ২০১৮

আপডেট: ০৯:১৭, ১৭ অক্টোবর ২০১৮

মোবাইল কানে ট্রেনে কাটা

তিনি মোবাইলে কথা বলছেন আর রেল লাইনের পথ ধরে হাঁটছেন।  ট্রেন আসছে ,ট্রেনের হুইসেলও বাজল। কিন্তু নির্ভার ওই নারী। প্রত্যক্ষদর্শীরা ভাবছিলেন ওই নারী মোবাইলে কথা বলছেন, তাই বুঝতে পারেননি ট্রেন এসেছে। কিন্তু ট্রেনটি তাকে অতিক্রম করার আগেই তিনি কানে মোবাইল রেখেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ১৭ অক্টোবর, বুধবার ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর । রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তিনি বিস্তারিত জানাতে পারেননি।মুস্তাফিজ ভুঁইয়া বলেন, ‘কিছুক্ষণ আগে (দুপুরে) আমি একটি মেমো পেয়েছি ভাটিয়ারীতে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেখানে আমাদের লোক গেছে।’ স্থানীয়দের বরাত দিয়ে মুস্তাফিজ ভুঁইয়া জানান, সকালে ভাটিয়ারী ব্রিজ উত্তর পাড়ে মোবাইলে কথা বলতে বলতে এক অজ্ঞাত নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়