শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সভা বর্জন করলেন মাহবুব তালুকদার

প্রকাশিত: ০৮:০২, ১৫ অক্টোবর ২০১৮

আপডেট: ০৮:০২, ১৫ অক্টোবর ২০১৮

সভা বর্জন করলেন মাহবুব তালুকদার

মতের মিল না হওয়ায় আবারও নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে হয়ে আসেন তিনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, বেলা ১১টায় নির্বাচন কমিশনের ৩৬তম সভা শুরু হয়। বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবং তার মতামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে নোট অব ডিসেন্ট দেন মাহবুব তালুকদার। এক পর্যায়ে সভা শুরু হওয়ার ১০ মিনিট পর সভা বর্জন করে বের হয়ে নিজের রুমে চলে আসেন এ নির্বাচন কমিশনার। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ৫ দফা প্রস্তাব নিয়ে সভায় বক্তব্য দিতে চেয়েছিলেন এই নির্বাচন কমিশনার। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তিনি বেরিয়ে যান। গত ৮ অক্টোবর কমিশনে দেওয়া এক আনঅফিশিয়াল নোটে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ওই পাঁচ দফা প্রস্তাব দিয়েছিলেন মাহবুব তালুকদার। নোট অব ডিসেন্টে তিনি লিখেছেন, “নির্বাচন কমিশন কোনোভাবেই আমার অধিকার খর্ব করতে পারে না, বাক স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা আমার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। মাহবুব তালুকদার লিখেছেন, কমিশন সভায় তাকে বক্তব্য উপস্থাপন করতে না দেওয়ার বিষয়ে কমিশনারদের ‘অভিন্ন অবস্থান’ তাকে ‘বিস্মিত ও মর্মাহত’ করেছে। ওই পাঁচ দফা প্রস্তাব কমিশন সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করারও অনুরোধ করেছেন এই নির্বাচন কমিশনার। এর আগে গত ৩০ অগাস্ট কমিশনের যে সভায় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রাখতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করার সিদ্ধান্ত হয়েছিল, সেখান থেকেও মাহবুব তালকুদার আপত্তি জানিয়ে বেরিয়ে এসেছিলেন
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়