মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান

প্রকাশিত: ১১:২৮, ৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০৭:০৬, ৪ অক্টোবর ২০১৮

মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মিয়ানমারকে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি। আমি জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার বিষয়ে কথা হয়েছে। বুধবার (৩ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওআইসির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকার জন্য তাদের আমি বলেছি। তারা রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছি। মোট ১৮টি ইভেন্টে এবং ১১টি সাক্ষাতকারে অংশ নিয়েছি। রোহিঙ্গাদের সমস্যার কথা তুলে ধরেছি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে কয়েকটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা আলোচনা করেছেন। তারা এ সমস্যা সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা সাইবার ক্রাইম নিয়ে উদ্বিগ্ন। তারা বলেছেন, সাইবার ক্রাইম সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা অনেক পরিবারেরও ক্ষতি করেছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়