বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্ব মান দিবস আজ

প্রকাশিত: ০৬:৩৬, ১৪ অক্টোবর ২০১৮

আপডেট: ০৬:৩৬, ১৪ অক্টোবর ২০১৮

বিশ্ব মান দিবস আজ

আজ বিশ্ব মান দিবস। প্রতিবছর ১৪ অক্টোবর পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৪৯তম বিশ্ব মান দিবসটি পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় । দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এবং শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিম পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। তারই  অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসগুলোতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড । এছাড়াও  বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।  আলোচনা ও কথিকা সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ বেতার। এ নিয়ে ১৫ অক্টোবর  দুপুর ১ টায় তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আলোআভানিউজ২৪ডটকম/আরএ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়