বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দণ্ডিতদের আপিলের সুযোগ

প্রকাশিত: ০৯:৩৯, ১০ অক্টোবর ২০১৮

আপডেট: ১০:১৯, ১০ অক্টোবর ২০১৮

দণ্ডিতদের আপিলের সুযোগ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডিত আসামিদের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক। এ মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন আদালত।  এসময় আদালত মামলার আলামত সংরক্ষণ করারও আদেশ দেন। বুধবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন রায় ঘোষণার সময় এ আদেশ দেন। মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। তাদের দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আলোআভানিউজ২৪ডটকম/আরএ  
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়