বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দুর্নীতিবাজদের নিয়ে 'জাতীয় ঐক্য'

প্রকাশিত: ১৫:১০, ৮ অক্টোবর ২০১৮

আপডেট: ১৮:৪২, ৮ অক্টোবর ২০১৮

দুর্নীতিবাজদের নিয়ে 'জাতীয় ঐক্য'

জাতীয় ঐক্য প্রক্রিয়ার অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতিকামাল হোসেন নীতি নৈতিকতার মুখোশ খুলে দণ্ডিত রেজিস্টার্ড দুর্নীতিবাজ খালেদা-তারেকের পক্ষে মাঠে নেমেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন ময়দানে ঢাকা-৫ আসনে জাসদের নির্বাচনী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন, বি চৌধুরী-ডক্টর কামাল বিএনপির সঙ্গে একমঞ্চে আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে দণ্ডিত খালেদা-তারেককে রাজনীতিতে পুনর্বাসন করার পাঁয়তারা করছেন। বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো রক্তাক্ত পথে নিয়ে যাবার চক্রান্ত এটি । বিএনপি-বি. চৌধুরী-ড. কামাল উত্থাপিত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদাসহ সাজাপ্রাপ্তদের মুক্তির দাবির সমালোচনা করে ইনু বলেন, দীর্ঘ ১০ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দু’দিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আকাশের ঠিকানায় লেখা চিঠি লেখার মতো । এটি জনগণ বা সরকার কারো কাছেই পৌঁছাবে না। তিনি বলেন, দেশে শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারা বজায় রাখতে চাইলে জঙ্গি-রাজাকারদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না। অপরাজনীতির ধারার চিরতরে ছেদ ঘটাতে ২০১৮ সালের নির্বাচনেই রাজাকার-জঙ্গি ও তাদের লালনকারী খালেদা-বিএনপি-জামায়াতকে রাজনীতি থেকে চিরতরে বাদ দিতে হবে। সমাবেশে ঢাকা-৫ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ ঢাকা মহানগর পূর্ব এর সভাপতি শহীদুল ইসলামের নাম প্রস্তাব করেন জাসদ সভাপতি।  জাসদ নেতা শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, নাদের চৌধুরী, নুরুল আখতার  প্রমুখ।              
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়