শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা ছিল না

প্রকাশিত: ০৪:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২০

আপডেট: ০৪:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২০

ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা  ছিল না

'ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার যে চেষ্টা, সেটি বিএনপির মোটেও ছিল না। যেটা আমাদের পক্ষ থেকে ছিল। বিএনপির এজেন্টদের কেউ কেউ কক্সবাজার বেড়াতে গেছে এমন খবরও বেরিয়েছে।'এসব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। অনেক ভোটকেন্দ্রে বিএনপির এজেন্ট ও সমর্থকরা যাননি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এটা করেছে কি না- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপি শুরু থেকে বলেছে, তারা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। বিএনপির আন্দোলনে ভোটাররা অংশগ্রহণ করতে চায়নি, সেটি একটি বড় কারণ। সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, আমাদের সাফল্য হচ্ছে আমরা মাঠে নামতে পেরেছি। এতে ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলেছে।' মন্ত্রী বলেন, 'বিএনপির এজেন্টরা কেউ সকালবেলা আসেনি, কেউ দুপুরবেলা এসে আবার খেতে চলে গেছে আর আসেনি। ভোটারদের কেন্দ্রে আনার জন্য যে চেষ্টা সেটি তাদের কখনোই ছিল না। একই সঙ্গে তারা ইভিএম নিয়ে যে নেতিবাচক প্রচারণা চালিয়েছে। সবমিলিয়ে, ভোটারদের মধ্যে উৎসাহ কমে গিয়েছিল।' হাছান মাহমুদ বলেন, 'আমাদের দেশের নিয়ম ও ঐতিহ্য হচ্ছে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে আনা। এমনকি রিকশা করে ভোটারদের নিয়ে আসা হয়, যেহেতু যান্ত্রিক যানচলাচল বন্ধ থাকে। দেখলাম, কেউ কেউ কেউ কাগজে লিখেছে এ ধরনের ঘটনা ঘটেছে। নিয়মের মধ্যেই এগুলো করা হয়েছে। অন্য কেউ করতে পারেনি, এটি তাদের ব্যর্থতা এটি তাদের দৈন্যতা। আওয়ামী লীগ করেছে এটি আমাদের সাংগঠনিক সফলতা। সুতরাং এ নিয়ে প্রশ্ন রাখার কোনো সুযোগ নেই।' তিনি বলেন, 'আমি ১৯৭০ সাল থেকে দেখে আসছি, ভোটকেন্দ্রের বাইরে সবসময় নেতাকর্মীরা জড়ো হয়, এটাই নিয়ম। বিভিন্ন স্থানে বিএনপিও ভোটকেন্দ্রের বাইরে জড়ো হয়েছে, এটিও নিয়মের ব্যত্যয় নয়। এটি বরং নিয়ম, আমাদের দেশে হয়ে আসছে।' ভোটের দিন একজন সাংবাদিককে মেরে আহত করা হয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, 'আমি সেটি গতকালও বলেছি। সাংবাদিকের ওপর আক্রমণ, পেশাগত কাজে বাধা দেয়া এটি কোনোভাবেই সমীচীন নয়। আমরা সেটির নিন্দা জানাই। তবে যে ঘটনাটি ঘটেছে আমি যতদূর জানতে পেরেছি, নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে। সেখানকার যে বিএনপির কাউন্সিলর প্রার্থী, তাদের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, নিশ্চয়ই যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।' বিএনপির হরতালের বিষয়ে হাছান মাহমুদ বলেন, 'আজকে বইমেলার দিন তারা হরতাল ডেকেছে। আমি ধানমন্ডি থেকে এখানে আসার সময় কয়েকবার যানজটের মধ্যে পড়েছি। তখন আমার ড্রাইভার বলল, স্যার আজকে কিন্তু হরতাল। আমি বলছি তাই নাকি! হরতালের কোন চিহ্ন আমি কোথাও দেখতে পেলাম না।' মন্ত্রী বলেন, 'গতকাল ভোটের মাধ্যমে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা যে অভিযোগগুলো উপস্থাপন করে হরতাল ডেকেছে, আজকে হরতালে সাড়া না দিয়ে এটি প্রত্যাখ্যান করার মাধ্যমে তাদের (বিএনপি) সকল অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।' আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ    
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়