বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইসিইউতে নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ

প্রকাশিত: ১১:১৪, ১৬ অক্টোবর ২০১৮

আপডেট: ১১:১৪, ১৬ অক্টোবর ২০১৮

আইসিইউতে নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ

আইসিইউতে রয়েছেন গুরুতর অসুস্থ নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার সমস্যায় ভুগতে থাকা নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদকে সোমবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মমতাজউদ্দিনের ছাত্র গোলাম কুদ্দুছ জানান, সোমবার বিকালের দিকে স্যার একেবারেই শ্বাস নিতে পারছিলেন না। পরে তাকে অ্যাপোলোতে আনা হয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে, হি ইজ নট আউট অব ডেঞ্জার। মমতাজউদ্দীনের দুই ছেলেই থাকেন যুক্তরাষ্ট্রে। বাবার অসুস্থতার খবর শুনে দুজনই রওনা হয়েছেন দেশের পথে রয়েছেন। ১৯৩৫ সনে ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন মমতাজউদ্দীন। কর্মজীবনে মমতাজউদ্দীন চট্টগ্রাম সরকারি কলেজ ও পরে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে অধ্যাপনা করেন। তার রচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘নাট্যত্রয়ী’, ‘হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, ‘জমিদার দর্পণ’, ‘সাত ঘাটের কানাকড়ি’। তার লেখা নাটক ‘কী চাহ শঙ্খচিল’ এবং ‘রাজার অনুস্বারের পালা’ কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। নিয়মিত চিত্রনাট্য রচনা ছাড়াও তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত’, ‘বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত’, ‘নীলদর্পন’ (সম্পাদনা), ‘সিরাজউদ্দৌলা’ (সম্পাদনা)। নাট্যচর্চায় অবদানের জন্য ১৯৯৭ সালে  একুশে পদক পান তিনি। আলোআভানিউজ২৪ডটকম/আরএ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়