শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রূপচর্চায় কফি

প্রকাশিত: ১০:৫০, ১১ নভেম্বর ২০১৮

আপডেট: ১০:৫০, ১১ নভেম্বর ২০১৮

রূপচর্চায় কফি

কফি শুধু পানীয় নয়, রূপচর্চায়ও বেশ উপকারী একটা উপাদান। বর্তমানে বডি স্ক্রাব হিসেবে কফি ব্যবহার প্রচলিত। পানীয় হিসাবে ব্যবহৃত এই কফি স্ক্রাব হিসাবেও আপনার ত্বককে কোমল করে আরো উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এ ছাড়া ত্বককে দ্রুত বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে। জেনে নিন কফি দিয়ে তৈরি এমন পাঁচটি ফেস প্যাক, যা আপনার ত্বককে আরো পরিষ্কার, উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলবে । কফি-টক দই ফেস প্যাক: যা যা লাগবে : কফি পাউডার, কোকো পাউডার ও টক দই। যেভাবে ব্যবহার করবেন একটি বাটিতে চার টেবিল চামচ কফির বিন গুঁড়ো নিয়ে তাতে চার টেবিল চামচ কোকো পাউডার ও ছয় থেকে আট টেবিল চামচ টকদই মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। প্যাকটি শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কফি-ওটস ফেস প্যাক : যা যা লাগবে : কফি, ওটস ও মধু। যেভাবে ব্যবহার করবেন স্পর্শকাতর ত্বকের জন্য কফির তৈরি ফেস মাস্ক খুবই উপকারী। ওটস ত্বককে পরিষ্কার রাখতে এবং মধু ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এক টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে দুই টেবিল চামচ ওটস গুঁড়ো ও এক টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। কফি-অলিভ অয়েল ফেস প্যাক : যা যা লাগবে : কফি ও অলিভ অয়েল। যেভাবে ব্যবহার করবেন কফি গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করে এভাবে রেখে দিন। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যা দূর হতে পারে এবং রং আরো উজ্জ্বল হয়ে উঠবে।  কফি-দুধ ফেস প্যাক : যা যা লাগবে : কফি ও দুধ।যেভাবে ব্যবহার করবেন একটি ছোট গ্লাসে দুধ নিয়ে তাতে তিন টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে নিন। ঘন মিশ্রণ হয়ে এলে তা মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। হালকা ঘষে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষ দূর করে রংকে উজ্জ্বল করতে সাহায্য করে। কফি-মধু ফেস প্যাক : যা যা লাগবে : কফি, লেবুর রস ও মধু। যেভাবে ব্যবহার করবেন কফি ও লেবুর রসের এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। দুই টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্যাকটি তৈরি করে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়