শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইতালিতে পুরস্কৃত 'হালদা'

প্রকাশিত: ১৩:০৭, ১১ অক্টোবর ২০১৮

আপডেট: ১৭:৫৯, ১১ অক্টোবর ২০১৮

ইতালিতে পুরস্কৃত 'হালদা'

ইতালীতে অনুষ্ঠিত ২১তম রিলিজিয়ন টু ডে ফিল্ম ফেস্টিভাল ২০১৮ তে তৌকীর আহমেদ পরিচালিত হালদা প্রতিযোগিতা বিভাগে গ্রান্ড পিক্স এওয়ার্ড অর্জন করেছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে হালদা পরিচালক তৌকীর আহমেদ এর হাতে পুরস্কার তুলে দেন উৎসবের জুরী ও আয়োজকবৃন্দ। গত ৫ অক্টোবর শুরু হওয়া এই উৎসব চলে ১০ অক্টোবর পর্যন্ত। পুরস্কার প্রাপ্তিতে তৌকীর আহমেদ ইতালি থেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর দর্শক-ভক্ত, শুভকাঙ্খি, গনমাধ্যম, কলাকুশলী ও সহকর্মীদের। উল্লেখ্য, হালদা’র এটি ৭ম আন্তর্জাতিক এ্যাওয়ার্ড। ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে হালদা সেরা চলচ্চিত্র সহ ৪ টি পুরস্কার অর্জন করে। কসোভোতে হালদা পেয়েছে সেরা চিত্রগ্রাফী এ্যওয়ার্ড, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে বাংলাদেশ প্যানরোমা বিভাগে সেরা পরিচালকের এ্যাওয়ার্ড। এছাড়াও হালদা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আমার ভাষা চলচ্চিত্র উৎসবে পেয়েছে হিরালাল সেন পদক। হালদা চলচ্চিত্রের মার্কেটিং ও চলচ্চিত্র উৎসব বিষয়ক কর্মকর্তা মনজুরুল ইসলাম মেঘ জানান, তৌকীর আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্র ইতি মধ্যেই রাশিয়া, ইতালি, কসোভো, দক্ষিন কুরিয়া, কানাডা, শ্রীলংকা সহ ১১ টি দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়াও হালদা আরো বেশ কয়টি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনিত হয়েছে যা খুব শিঘ্রই পরিচালক তৌকীর আহমেদ জানাবেন। আলোআভানিউজ২৪ডটকম/আরএ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়