বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

প্রকাশিত: ০৬:৩৩, ৬ জানুয়ারি ২০২০

আপডেট: ০৬:৩৩, ৬ জানুয়ারি ২০২০

পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

ইরানের প্রধান সামরিক কামান্ডার কাশেম সোলেইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই রেশ ধরে ইরান সরকার ঘোষণা দিয়েছে, ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তির মাধ্যমে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার একটিও আর মানা হবে না। রোববার (০৫ জানুয়ারি) রাতে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এমন ঘোষণা দেয় ইরান। দেশটির সরকার বলছে, পরমাণু সমৃদ্ধকরণ, সমৃদ্ধ পরমাণুর মজুত বা পারমাণবিক গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আর কোনো নিষেধাজ্ঞা মানবে না ইরান। কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে তার নিজ শহরে দাফনের কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের হামলার দু’দিন পর রোববার (০৫ জানুয়ারি) সকালে ইরানের আহবাজ শহরে জেনারেল সোলেইমানির মরদেহ এসে পৌঁছায়। হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পাস করেছে দেশটির পার্লামেন্ট। রোববার (০৫ জানুয়ারি) ইরাকের পার্লামেন্টে আনা প্রস্তাবে বলা হয়, আমেরিকার সৈন্যদেরকে ইরাকের ভূমি, আকাশসীমা ও নৌপথ ব্যবহার করতে দেয়া হবে না। ইরাক থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। এর আগে গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অঘোষিত সেনাপতি ও দেশটির ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এরপর থেকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়