বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কোটা'র জন্য দেশজুড়ে অবরোধ

প্রকাশিত: ১৮:৩৬, ৬ অক্টোবর ২০১৮

আপডেট: ১৮:৩৬, ৬ অক্টোবর ২০১৮

কোটা'র জন্য দেশজুড়ে অবরোধ

কোটা বাতিলে নেওয়া সরকারের সিদ্ধান্ত প্রত্যাখান করে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের জন্য ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে সারা দেশে অবরোধের ঘোষণা দিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। শনিবার বিকালে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ড. আকম জামাল উদ্দিন। তিনি বলেন, “কোটা বাতিলের প্রজ্ঞাপন মন্ত্রিসভায় বাতিল না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সারা দেশেই অনির্দিষ্টকালে ধর্মঘট ও অবরোধ চলবে। নৌ, সড়ক ও রেলপথেও অবরোধ চলবে। আগামী সপ্তাহে মন্ত্রীসভায় ঘোষিত পরিপত্র বাতিল করতে হবে। আর এটি করা না হলে আমাদের আন্দোলনও চলবে।” কোটা বাতিলে নেওয়া মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুমোদনের পর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সন্তান সংসদ কমান্ড ও আরো কয়েকটি সংগঠন বুধবার রাতে শাহবাগ মোড় অবরুদ্ধ করে। মেডিকেল ভর্তি পরীক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন উপলক্ষে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়। শনিবার বেলা ৪টার দিকে আবারো শাহবাগ মোড় অবরোধ করে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের পোষ্যদের কয়েকটি সংগঠন। শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ইউনিফর্ম পরে বসে থাকলেও যানজট নিরসন কিংবা আন্দোলনকারীদের সরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ‘প্রতিবাদী’ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেয়।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়