
ছবি: ইন্টারনেট
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলা থেকে বাঁচতে পারছে না নিষ্পাপ শিশু ও নারীরাও। যার প্রতিবাদে সোমবার বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। রাজনৈতিক দলগুলোও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ৭ এপ্রিল ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করছে।
এদিকে হেফজতে ইসলাম বাদ জোহর বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আহ্বান করেছে। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে তারা।
এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দেখে নেওয়া যাক কোথায় কোথায় প্রতিবাদ কর্মসূচি রয়েছে আজ:
সকাল ১০টা, বসুন্ধরা গেট
(বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী)
বেলা সাড়ে ১১টা, যাত্রাবাড়ী মোড়
(সাধারণ আলেম সমাজ)
বেলা সাড়ে ১১টা, ৮ নম্বর গেট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
(সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়)
দুপুর ১২টা ৩০, উত্তরার বিএনএস সেন্টার
(বৃহত্তর উত্তরার সাধারণ শিক্ষার্থীবৃন্দ)
বাদ যোহর, বায়তুল মোকাররম
(জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ)
বাদ যোহর, কেন্দ্রীয় মসজিদ
(জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
৩টা ৩০ মানিক মিয়া এভিনিউ
(নাম জানা নেই)
বিকেল সাড়ে ৩টা, প্রেসক্লাব
(খেলাফত মজলিস)
বিকাল ৩টা ৩০ বায়তুল মোকাররম
(লেবার পার্টি)
বিকাল ৪টা, মহাখালী
(জামায়াত, ঢাকা মহানগরী উত্তর)
বিকাল ৪টা, রাজু ভাস্কর্য
(ঢাকা বিশ্ববিদ্যালয়)
বিকাল ৪টা, ইউনিসেফ, বাংলাদেশ
(ফুলকুড়ি আসর)
বিকেল সাড়ে ৪টা, মিরপুর ১০ গোল চত্ত্বর
(মিরপুরবাসী ও ছাত্রজনতা)
বিকাল ৫টায়, শাহবাগ
(এনসিপি)
বিকাল ৫টা, বায়তুল মোকাররম
(জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ)