
ছবি সংগৃহীত
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে রেলস্টেশন বা বাস টার্মিনালে এখনও খুব একটা বাড়েনি ঘরমুখো মানুষের ভিড়। আজ মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় অনেককে।
সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতাসহ বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। ঈদে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ।
এদিকে বাস টার্মিনালগুলোতে বাসে বাড়ি ফেরার চাপ নেই বললেই চলে। বেশিরভাগ বাস সিট ফাঁকা রেখে বাস ছেড়ে যাচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, সন্ধ্যার পর চাপ কিছুটা বাড়তে পারে। আর বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু হবে যাত্রীর চাপ। তবে লম্বা ছুটি থাকায় এবার অস্বাভাবিক চাপ পড়বে না বলেও ধারণা তাঁদের।