বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাঁশ দিয়ে গুলশান-মহাখালী রাস্তা আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

বাঁশ দিয়ে গুলশান-মহাখালী রাস্তা আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

ছবি: ইন্টারনেট

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দেড় ঘণ্টার বেশি সময় ধরে মহাখালীগুলশান লিংক রোড বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। তৈরি হয়েছে জনভোগান্তি। বিশেষ করে অসুস্থ এবং নারীরা পড়েছেন মহাবিপাকে।

সোমবার ( ফেব্রুয়ারি) তারা রেলপথ মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক রেলপথ অবরোধ করবেন।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এসময় তারা গুলশান থেকে মহাখালী মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন। এতে রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়