ছবি: ইন্টারনেট
দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে মহিবউল্লাহকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার করা হয়। এর আগে এ ঘটনায় এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।এছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান।