ছবি সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তারা শাহবাগ মোড় অবরাধ করেন তারা।
সকাল ১০টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হন এবং পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যান।
আন্দোলনকারীদের একজন বলেন, তারা দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবিতে কর্ণপাত করেনি। এসময় তারা স্লোগান দিচ্ছিলেন, ‘তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’।
তারা জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। তাই দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।