ছবি সংগৃহীত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পরিচালনায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বিআরটিসি এসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে শুরুর এক যুগ পর রবিবার সকালে বিআরটি এর লেনে এ বাস সার্ভিস চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষ যাতে উপকৃত হয় এজন্যে আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে বিআরটিসি বাস চালু করেছি। বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পে বিশেষ ধরণের বাস চলবে। সেই বাসগুলো সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি আগামী জুনের মধ্যে বিআরটি মোটামুটিভাবে চালু করা যাবে।
গাজীপুর শহরের শিববাড়ি বিআরটি বাস টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণায়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব রশিদুল হাসান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান প্রমুখ।