ছবি সংগৃহীত
সাংবাদিক মুন্নী সাহাকে রাজধানীর কারওয়ান বাজার থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
শনিবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মুন্নী সাহাকে গ্রেফতার বা আটক নয় উদ্ধার করা হয়েছে বলে রাত ১১টায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।
আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ