ছবি সংগৃহীত
অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ৩ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ রেজাউল হক বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১১ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
উপপরিচালক বলেন, ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১১ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের স্বার্থে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।
উপ–পরিচালক আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগ, রোগীর মরদেহ বাড়ি নেয়ার জন্য ১০ হাজার টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করার জন্য আটকে রাখা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আলোচনা সাপেক্ষে আইসিইউ বিলই ছিল ৩৬ হাজার ৪০০ টাকা, যা মওকুফ করে দেয়া হয়। ১০ হাজার টাকা দিয়ে কি মৃত্যু ধামাচাপা দেয়া যায়?
জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর হাসপাতালটির মেডিসিন বিভাগে ভর্তি হন। এরপর ১৮ নভেম্বর হাসপাতালে তিনি মৃত্যুরবণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বরে হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুরও চালান তারা।