বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ১৪ নভেম্বর ২০২৪

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ অবশেষে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাথায় অস্ত্রোপচারের পর তিনি মারা যান।

সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের (২০১৯২০ সেশনের) শিক্ষার্থী ছিলেন। তিনি যশোরের বেনাপোলের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল্লাহর স্বজনরা জানান, গত জুলাইআগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের ছোড়া একটি গুলি আব্দুল্লাহর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তিন মাস ধরে সিএমএইচের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও অবশেষে বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়