বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, মাঘ ১৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পলিথিন কারখানায় অভিযান, ৩ কারখানা সিলগালা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১৪ নভেম্বর ২০২৪

পলিথিন কারখানায় অভিযান, ৩ কারখানা সিলগালা

ছবি সংগৃহীত

রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ মন্ত্রণালয়, পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে। সময় ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগ এলাকায় তিনতলা একটি ভবনের দ্বিতীয় তৃতীয় তলায় পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এই অভিযানের নেতৃত্বে দেন। অভিযানে সেনাবাহিনী, ্যাব পুলিশ অংশ নেয়।

অভিযানের খবর পেয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান কারখানার মালিক শ্রমিকরা। পরে অভিযান দল কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

পরে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবারের পলিথিনের বিরুদ্ধে অভিযানে মোট হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ৩টি কারখানা সিলগালা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়