বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীতে ভয়াবহ যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে ভয়াবহ যানজট, ভোগান্তিতে নগরবাসী

ছবি সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিন মঙ্গলবার ( নভেম্বর) সকাল ৯টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ভোর রাত থেকেই লাখো ওলামামাশায়েখ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলন ঘিরে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সকালে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুলকলেজের শিক্ষার্থী অফিসগামী মানুষজন।

ইসলামী মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও সম্মেলনের সীমানা ছাড়িয়েছে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ পর্যন্ত। ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, শিক্ষা ভবন এলাকার সড়কে যান চলাচল করতে পারছে না।

এছাড়া সায়েন্সল্যাব তথা মিরপুর রোড, চাঁনখারপুল, পল্টন, নয়াপল্টন, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, বিজয় সরণি এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে সড়কে যানজটের কারণে মেট্রোরেলে মানুষের চাপ ছিল বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যে ইসলামী মহাসম্মেলনে যাওয়া হাজারো মাদরাসা ছাত্র, শিক্ষককে মেট্রোরেলে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাতায়াত করতে দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে মতিঝিল উত্তরাগামী যাত্রী চাপ বেশি দেখা গেছে। এতে মেট্রোরেলে নিয়মিত যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়