বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইসলামি সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দীতে উপচে পড়া ভিড়

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৫ নভেম্বর ২০২৪

ইসলামি সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দীতে উপচে পড়া ভিড়

ছবি সংগৃহীত

ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে আলেমওলামা জনতার ঢল নেমেছে।

মঙ্গলবার ( নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই আলেমওলামাসহ সাধারণ মানুষের সম্মেলনস্থলে আসতে থাকেন।

সরেজমিনে গুলিস্তান, কাকরাইল, শাহবাগ, নীলক্ষেতসহ সোহরাওয়ার্দীর দিকে আসা প্রতিটি রাস্তায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা গেছে।

অন্যদিকে, শাহবাগ, নীলক্ষেত, ঢাকা মেডিকেল, সচিবালয় হাইকোর্টের সামনের দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দীর সামনে দিয়ে যেতে চাওয়া গাড়িগুলোকে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করছে। এদিকে যেতে চাওয়া গাড়িগুলোকে বিকল্প পথে গন্তব্যস্থলে যাওয়ার পরামর্শ দিচ্ছে।

সম্মেলনে এক মাদ্রাসা শিক্ষক বলেন, মাওলানা সাদের অনুসারীরা তাকে দেশে এনে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের ইসলামী দাওয়াতের কেন্দ্র কাকরাইল মসজিদসহ টঙ্গী ইজতেমায় বিভক্তি তৈরি করার চেষ্টা করছে। অথচ দেশের অধিকাংশ আলেমওলামাসহ ধর্মপ্রাণ মুসলমান তার বিপক্ষে। অবস্থায় যদি তাকে দেশে আনার পাঁয়তারা করা হয় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই আমাদের আজকের এই সম্মেলন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়