মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, কার্তিক ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেনা-পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ৩১ অক্টোবর ২০২৪

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেনা-পুলিশের গাড়িতে আগুন

ছবি সংগৃহীত

মিরপুর১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সময় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনা ঘটে। আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

জানা গেছে, বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন তাঁরা। পুলিশ সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করতে আসলে তাদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন আন্দোলনকারীরা। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।

সময় সেনাবাহিনীর গাড়ি পুলিশের গাড়িতে ভাঙচুর আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়।পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি থমথমে এখনও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়