বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, কার্তিক ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ৩০ অক্টোবর ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নিজ বাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রী মৌলভীবাজার আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ . আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় ছাত্রজনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে৷

. আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে প্রার্থী হিসেবে মৌলভীবাজার (শ্রীমঙ্গলকমলগঞ্জ) থেকে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকারে তাকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন . আব্দুস শহীদ। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়