শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ অক্টোবর ২০২৪

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানী মিরপুর কচুক্ষেত এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ করেন তারা।

প্রায় ৩০০ থেকে ৪০০ পোশাকশ্রমিক সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। সময় মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, গত আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

এদিকে টানা চার দিনের পূজার ছুটি শেষে আজ অফিসআদালত খুলেছে। এতে রাজধানী ফিরছে স্বরূপে। তবে শ্রমিকদের সড়ক অবরোধ আন্দোলনের কারণে এলাকার অফিসগামী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়