ছবি সংগৃহীত
রাজধানীর বনানী স্টার কাবাবে দুপুরে খাবার খেতে যান সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলক। এ সময় খাবারের অর্ডার নিয়ে পঁচা ও বাসী কাবাব পরিবেশন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করলে সাংবাদিক অলককে মারধর করে রক্তাক্ত করে ম্যানেজারসহ স্টাফরা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
সাংবাদিক অলক জানান, পঁচা মাংসের কাবাব দেয়ার প্রতিবাদ করলে প্রথমে তারা বিষয়টি স্বীকার করে না। পরে ওদের সব স্টাফ মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। আমি এর বিচার চাই।
স্টার কাবাবের বিরুদ্ধে বাসী এবং পঁচা খাবার পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের। এর মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অনেকে। সামাজিক যোগাযগ মাধ্যমে এর প্রতিবাদে স্টার কাবাব বয়কটেরও ডাক দিয়েছে কেউ কেউ।