রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ

নগর প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৪

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ

ছবি সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বর্তমান সাবেক খতিবের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে। জুমা নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে উঠে বায়তুল মোকাররমের পরিবেশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজের আগে থেকেই সাবেক বর্তমান খতিবের অনুসারীরা বায়তুল মোকাররমের ভেতরে জড়ো হতে থাকেন। জুমার খুতবা পড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলা ঘটনা ন্যাক্কারজনক। সাবেক ঈমাম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা চালান যে অত্যন্ত ঘৃণীত কাজ।

উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

উল্লেখ্য, ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়