রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ছবি সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়