ছবি সংগৃহীত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ছয় দফা দাবিতে সকাল থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারাীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। এদিকে, সড়ক অবরোধের কারণে সাতরাস্তা সহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।