ছবি সংগৃহীত
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে মন্দিরটিতে যান তিনি। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি মন্দিরটিতে যান।
এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলেন। তিনি তার বক্তব্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগীতা চান।
ড. ইউনূস তার বক্তব্যে আরও বলেন দেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা তার ও সরকারের মূল লক্ষ্য। তিনি বলের আইনের অধিকার সবার সমান, বিভেদ করার সুযোগ নেই।