ছবি সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করে, এ তিন থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
নতুন ওসি হিসেবে ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক আর দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।