শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকায় গ্রেফতার ২৫৩৬

নগর প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ২৭ জুলাই ২০২৪

ঢাকায় গ্রেফতার ২৫৩৬

ছবি: ইন্টারনেট

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুই শতাধিকের বেশি। এসব মামলায় পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এদের বেশিরভাগ বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

শনিবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি তথ্য জানান।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত গ্রেফতার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেল পর্যন্ত ঢাকায় ২৫৩৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ঢাকায় ৭১ ঢাকার বাইরে ২১৯ জনসহ মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র্যাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়