বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, কার্তিক ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

টিএসসিতে ছাত্রদের মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১৭ জুলাই ২০২৪

টিএসসিতে ছাত্রদের মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: ইন্টারনেট

কোটা আন্দোলনকে কেন্দ্র করে জন নিহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরইমধ্যে বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল গেইট বন্ধ করে পুলিশ অবস্থান নেয়। কড়া তল্লাশির মধ্য দিয়ে শিক্ষক-কর্মচারিদের কার্ড দেখে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে তারা।

এদিকে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা টিএসসিতে মিছিল নিয়ে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সাথে ছাত্রদের বাকবিতান্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে ছাত্ররা ভিসি চত্বরে অবস্থান নিয়ে মিছিল দিতে থাকেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের সামনে অবস্থান নিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ছাত্রলীগ নেতাদের রুমগুলোতে তল্লাশী চালাচ্ছেন। সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করছেন বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়