রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীতে এখনও কাটেনি জলাবদ্ধতা

নগর প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪১, ১৩ জুলাই ২০২৪

রাজধানীতে এখনও কাটেনি জলাবদ্ধতা

ছবি: ইন্টারনেট

রাজধানীতে ভারী বৃষ্টির পর জলজট এখনও পুরোপুরি কাটেনি। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পানি আজ শনিবার (১৩ জুলাই) পর্যন্ত দক্ষিণ ঢাকার রাজারবাগ, গোপীবাগ, কমলাপুর, ধানমন্ডি লেকসহ বেশ কিছু জায়গায় জমে আছে। এতে চলাচলে বেড়েছে ভোগান্তি। কখন নামবে এই পানি তা নিয়ে উদ্বেগে বাসিন্দারা।

সকালবেলায়ও পানিতে থৈ থৈ রাজারবাগ পুলিশ লাইনের সামনের সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা। শুক্রবার দুপুরে বৃষ্টি থামলেও নামছে না পানি।

রাজারবাগ পুলিশ লাইনের সামনের সড়ক থেকে একটু এগোলেই মুগদা, মানিকনগর গোপীবাগের একই অবস্থা। আজ সকালেও জলজটের দুর্ভোগে অফিসে আসতে গিয়ে সমস্যায় পড়েছেন কর্মজীবীরা।

গত বছরের জুলাইয়েও বৃষ্টিতে ডুবেছিল ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর মঞ্চ। এবারও সেই একই অবস্থা। শুক্রবারের বৃষ্টিতে লেকের পানি বেড়ে তলিয়ে আছে মঞ্চ পায়ে হাঁটার পথ। গভীর রাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। তবে সকালে পানি কমেছে।

শুক্রবার ভোর থেকে ছয় ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। মৌসুমী বায়ু সক্রিয় থাকাতেই এই বষর্ণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়