রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কোটা আন্দোলন: উত্তপ্ত শাহবাগ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১১ জুলাই ২০২৪

কোটা আন্দোলন: উত্তপ্ত শাহবাগ

ছবি: ইন্টারনেট

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছে।

শাহবাগে বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। সময় শাহবাগ এলাকায় আগে থেকেই অবস্থান নিয়েছিলেন বিপুল পুলিশ সদস্য। শিক্ষার্থীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না।

শিক্ষার্থীরা আগেই ঘোষণা দিয়েছিলেন আজকের কর্মসূচি সংক্ষিপ্ত হবে। অন্যান্য দিন যেমন রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ করা হয়, আজ শুধু শাহবাগ মোড়েই তারা অবস্থান নেবেন। শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সড়কে চলে আসেন। পুলিশ সদস্যদের শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করতে দেখা যায়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাঁদের অবরোধে চরম ভোগান্তিতে পোহাচ্ছে সাধারণ মানুষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়