ছবি: ইন্টারনেট
রাজধানীর আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে হাতেনাতে আটত করেছে র্যাব-১। সোমবার (১৩ নভেম্বর) র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, গাড়িতে আগুন দেয়ার সময় আব্দুল্লাহপুর এলাকা থেকে মামুন মজুমদারকে আটক করেছে র্যাব-১।
র্যাব জানায়, সকাল ৯টার দিকে আব্দুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর র্যাব সদস্যরা তাকে আটক করে।
এর আগে রোববার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।