রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন, যানবাহন ভাঙচুর

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ২৯ জুলাই ২০২৩

শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন, যানবাহন ভাঙচুর

ছবি: ইন্টারনেট

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার কিছুক্ষণ পর শ্যামলী স্কয়ারের উল্টো দিকের সড়কে ঘটনা ঘটে।

জানা গেছে, শতাধিক লোক গাবতলীর দিক থেকে মিছিল নিয়ে আসেন। তারা শ্যামলী স্কয়ারের উল্টো দিকের সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন দেন। সময় কয়েকটি বাস প্রাইভেট কার ভাঙচুর করেন তারা।

বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত ফেরদৌস গণমাধ্যমে বলেন, আগুন ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়